জুলাই ১৬, ২০২০
আশাশুনিতে কোয়েল পালনে ৬ দিনের প্রশিক্ষণ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : বেকার যুবক যুবতিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আশাশুনিতে কোয়েল পাখি পালন বিষয়ক ৬ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক দেবু বিশ্বাস প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে ৩০ জন যুব-যুবতিকে ২৩ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠান শেষে সরকারী অর্থায়নে উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে সোলার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যাÐ শাহীন সুলতানা, পল্লী দারিদ্র্য বিমোচন সাতক্ষীরার উপ-পরিচালক ছাবিলা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 8,952,057 total views, 7,807 views today |
|
|
|