জুলাই ১৬, ২০২০
শ্যামনগরে সিডিওর শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে উপজেলা ব্যাপী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সিডিও শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় আটুলিয়া এ কাদের স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সিডিও শিক্ষাবৃত্তি নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষাবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন বারসিকের লিয়াজো অফিসার ও সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবক নাছিম আলী, সিডিও মহসিন কলেজ ইউনিটের নাইম হোসেন, সাকিল হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেবা মূলক কাজে উদ্বুদ্ধ করা হয়। একই সাথে করোনা ভাইরাসের হাত থেকে নিজেদের নিরাপদ রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। 8,952,162 total views, 7,912 views today |
|
|
|