নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের চাঁচাই, পারুলগাছা ও হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এজেন্ট কর্তৃক কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় মফিজুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম গাজী (২৯), বাচ্চু গাজী (৩৬) ও সিরাজুল ইসলাম (৩৩) জানান, ‘শিক্ষার্থীদের সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা অনলাইনে প্রদান করায় আমরা অভিভাবকরা ইউনিয়নের পারুলগাছা মোকামে অবস্থিত আল-মদিনা স্টোরের ‘‘শিওর ক্যাশ’’ এজেন্ট থেকে টাকা উত্তোলন করে থাকি। সরকারিভাবে উপবৃত্তির টাকা উত্তোলনে কোন প্রকার খরচ কর্তনের বিধান নেই। তারপরও দোকান মালিক পারুলগাছা গ্রামের মৃত হায়াত গাজীর ছেলে আনছার গাজী সরকারি নিয়ম অমান্য করে ৪শ’ ৫০ টাকার উপবৃত্তির খরচ বাবদ ৩০ টাকা এবং ২শ’ ২৫ টাকার উপবৃত্তির খচর বাবদ ২৫ কর্তন করে নিচ্ছে’। এমতাবস্থায় ভুক্তভোগী অভিভাবকগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।