নিজস্ব প্রতিনিধি : আশাশুনি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলবুল সানা ওরফে বুলি (৪৫)কে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৫ জুলাই) রাতে বুধহাটা-বাঁকা সড়ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। সে কাদাকাটি ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাঁজা বিক্রির সময় বুধহাটা বাঁকাগামী পাঁকা রাস্তা থেকে বুলিকে ৫শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ সংক্রান্তে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুলিকে আসামি করে ৭(০৭)২০২০ একটি মামলা রুজু হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুরে বুলিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।