জুলাই ৪, ২০২০
আম্পানে উড়ে গেছে টিনের চাল: খোলা আকাশের নীচে খালিয়া জামে মসজিদের মুসল্লিরা
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে খাজরা ইউনিয়নের খালিয়া মোজাহিদুল জামে মসজিদের চাল ঘূর্ণিঝড় আম্পানে উড়ে যাওয়ায় অতি কষ্টে নামাজ আদায়ে বাধ্য হচ্ছেন মুসল্লিরা। করোনা মহামারি ও আম্পানে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের পক্ষে নতুন করে ছাউনি দেওয়ার মত আর্থিক সামর্থ্য নেই। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নীচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জুম্মাসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ জানান, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ মসজিদের ছাউনির টিনের চাল আম্পান ঝড়ে সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের মাছের ঘেরে পড়ে। গত দেড় মাস ধরে বর্ষা মৌসুমে চরম প্রতিবন্ধকতার মধ্যেও মসজিদে মুসল্লিরা নামাজ আদায়ে আসছেন। সরকারি ভাবে কোন সহযোগিতার আভাস পাচ্ছি না। তাই মসজিদের সভাপতি ইসমাইল সানা মুসল্লিসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে মসজিদটির ছাদ নির্মাণের জন্য অর্থ সহযোগিতা করার আহŸান জানিয়েছেন। ছাদ দিতে প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন হবে। সুন্দর পরিবেশে একাগ্রচিত্তে নামাজ আদায়ের জন্য মসজিদের ছাদ ও সংস্কার কাজ এগিয়ে নিতে সরকারিভাবে আর্থিক সাহায্য কামনা করেছেন এলাকাবাসী। 8,952,079 total views, 7,829 views today |
|
|
|