জুলাই ৩, ২০২০
নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ১৪৮ নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই ) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকারের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানা। কমিটি গঠন অনুষ্ঠানে ৫২জন বৈধ অভিভাবক সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য ধনঞ্জয় বাছাড়, শম্পা রানী, অভিভাবক সদস্য পুরুষ পদে মোসলেম গাজী ও দিপংকর সানা, অভিভাবক সদস্য মহিলা পদে আলেয়া খাতুন, আসমা খাতুন, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক তাপস কুমার রায়, ইউপি সদস্য পদাধিকার বলে ৪নং ওয়ার্ডের সদস্য রামপদ সানা, জমি দাতা সদস্য দেবেন্দ্র সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নেপাল গাইন, সদস্য সচিব প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার নির্বাচিত হয়। পরে সকল সদস্যদের কণ্ঠ ভোটে বিদ্যোৎসাহী সদস্য নয়াবাদ গ্রামের ধনঞ্জয় বাছাড়কে সভাপতি নির্বাচিত করেন। এ সময় ৫৭নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল, সহকারী শিক্ষক সরলা রানী, নাছরিন আক্তার, দপ্পন কুমার রায়, কমলেশ বাছাড়, পরিমল বাছাড়, মকবুল মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,960,720 total views, 16,470 views today |
|
|
|