সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা উদ্বোধনের তারিখ পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা প্রেরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা শহরে প্রাচীনকাল থেকে চলমান ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উদ্বোধন করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১৬ সেপ্টেম্বর গুড়পুকুরের মেলা উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা পিছিয়ে উদ্বোধনের নতুন তারিখ ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। (প্রেস রিলিজ)