জুন ২৮, ২০২০
নিয়ম বহির্ভূত ইজারা বন্ধের দাবীতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নিয়ম বহিভর্‚তভাবে জলমহাল ইজারা প্রদান বন্ধ করে যোগ্য মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু নীতিমালা ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে ১৪২৬ থেকে ১৪২৮ সময়ে খোলপেটুয়া নদীর অপর পাড়ে বড়দল ইউনিয়নের বামনযডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে ইজারা প্রদান করা হয়। ফলে নীতিমালা বিরোধী ও জেলে সম্প্রদায়ের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনের ৪(ঢ) ধারা মতে উক্ত বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি সহ ৩টি সমিতি নিয়ম লঙ্ঘন করে এসেছে। নীতিমালা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে জলমহাল গুলি দয়ারঘাট মৎস্যজীবি সমিতির নিকটবর্তী হওয়ায় বামনডাঙ্গা সমিতি ইজারাকৃত জলমহাল ও শ্রীউলা ইউনিয়নের ৩টি জলমহাল ইজারা বাতিলকরতঃ দয়ারঘাট মৎস্যজীবি সমবায় সমিতি এবং শ্রীউলা ইউনিয়নের ৩টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ইজারা প্রদান করতঃ তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আকুল আবেদন জানানো হয়। 8,951,389 total views, 7,139 views today |
|
|
|