নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাস্ক ও হেলমেট না পরা এবং সামাজিক দুরত্ব না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার কমলাপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
বিজ্ঞ আদালতে হেলমেট না ব্যবহারের অপরাধে মটর সাইকেল চালক ডালিম হোসেনকে ২শ টাকা, মাস্ক ও সামাজিক দুরত্ব না মানার অপরাধে মুকুল হোসেনকে ১শ টাকা, আবু সাঈদকে ৫০ টাকা, ফিরোজ হোসেনকে ৫০ টাকা এবং জাহিদ হোসেনকে ১শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।