জুন ২৭, ২০২০
সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর আম্পানে ক্ষতিগ্রস্ত সেই রাস্তাটির সংস্কার শুরু
নিজস্ব প্রতিনিধি : দৈনিক সুপ্রভাতে সংবাদ প্রকাশের পর সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি সদরের সেই বলাবাড়িয়া গ্রামের যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটির সংস্কারের কাজ চলছে দ্রæত গতিতে। পত্রিকায় সংবাদ প্রকাশের পরই দ্রæত পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। তিনি বরাদ্দের ব্যাপারে আশ্বস্ত করলে স্থানীয় লোকজন রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট ও শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের তত্ত¡াবধানে সেখানে প্রতিদিন ৩৩জন শ্রমিক কাজ করে চলেছে। গত ৩ দিনে ওই রাস্তার ছোট ছোট ভাঙ্গা স্থান মেরামত করা হয়েছে। বাকি দুটির কাজ চলছে দ্রæত গতিতে। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ার সাথে সাথে ভুক্তভোগী বলাবাড়িয়াসহ সংশ্লিষ্ট গ্রামবাসীদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। রাস্তার দু’ধারে মাটি দিয়ে পুরোপুরি চলাচলের উপযোগী করে তুলতে এবং তারক মেম্বরের বাড়ির সামনে থেকে এগিয়ে আসতে থাকা ইটের সোলিংটি কমপক্ষে আরও ৪শ মিটার বাড়িয়ে বড় ঘেরের রাস্তা পর্যন্ত নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা। প্রবীণ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা জানান, ইউএনও মহোদয়ে নির্দেশে আমরা রাস্তাটির কাজ দ্রæত এগিয়ে নিতে সচেষ্ট আছি। ঝড়ের আঘাতে মাটি ধুয়ে রাস্তাটি সরু হয়ে গেছে। আরও বরাদ্দ পেলে দু’ধারে মাটি দিয়ে রাস্তাটির প্রস্থ বাড়াতে পারলে শুকনো মৌসুমে ভ্যানও চলাচল করতে পারবে। প্রসঙ্গত. আম্পানের তাÐবে নদীর পানি ছাপিয়ে ছোট ছোট ঘের প্লাবিত করে বলাবাড়িয়া গ্রামের এ রাস্তাটি ছোট-বড় ৫ টি স্থানে ভেঙে যায়। অর্থনৈতিকভাবে অতিগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দুটি জায়গায় মেরামত করা হলেও তিনটি জায়গা পড়েছিল। 8,957,038 total views, 12,788 views today |
|
|
|