জুন ২৫, ২০২০
কাশেমপুরের লাদেন বাবুর বিরুদ্ধে এলাকাবাসির বিস্তর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: মো: রাফিউজ্জামান ওরফে লাদেন বাবু। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ী পূর্ব কাশেমপুর এলাকার মৃত মাজেদ মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে এলাকাবাসির এন্তার অভিযোগ। জমি দখল, সুদে টাকা খাটানো, নিজস্ব বাহিনি সৃষ্টি করে রাতে আধারে মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা আদায়সহ নানা আইন বর্হিভূত কর্মের কথা এলাকাবাসির মুখে মুখে। তিনি আরও বলেনে, এ সকল বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আইনজীবী এ্যাডভোকেট এসএম হায়দার আলী সালিস বৈঠকও করেন। কিন্ত তিনি সালিশের ওই সিদ্ধান্ত মানেনি। এখন লাদেন নয় লক্ষ টাকার একটি উকিল নোটিশ পাঠিয়েছেন তার কাছে। একই এলাকার আব্দুল জলিল সরদারের ছেলে মিজানুর রহমান (৩৮) জানান, লাদেন বাবুল কাছ থেকে সুদে ১০ হাজার টাকা গ্রহণ করেন। গত এক বছর আগে গ্রহণ করলেও লাদেনকে তিনি ৮ থেকে ১০ হাজার টাকা প্রদান করেছে। তবে এখনো সেই ১০ হাজার টাকার জন্য লাদেনের হুমকি মুখে আছেন। ছইল উদ্দীন সরদারের ছেলে শওকত হোসেন বলেন, কাশেমপুর মৌজায় তার ৬০ শতক জমির মধ্যে ৮ শতক জমি লাদেনের পিতা মৃত মাজেদ মাস্টারের কাছে বিক্রি করেন। ৮ শতক জমি ক্রয় করে লাদেন বর্তমানে ৬০ শতক জমি দখল করে রেখেছে। তিনি সেখানকার গাছপালা কেটেও অন্যায়ভাবে বিক্রি করছেন। 8,956,348 total views, 12,098 views today |
|
|
|