জুন ২৩, ২০২০
শ্যামনগরে আরও চার জনের করোনা পজিটিভ
এস, এম, মোস্তফা কামাল, শ্যামনগর : শ্যামনগর উপজেলায় নতুন করে আরও ৪জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২৩ জুন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন তারা হলেন, বংশীপুর গ্রামের আব্দুস সামাদ ঢালীর পুত্র আব্দুল্লাহ আল ফারুক সবুজ(৩৭), মিঠাচন্ডিপুর গ্রামের বিমল মল্লিকের পুত্র শংকর কুমার মল্লিক(৪০), মাহমুদপুর গ্রামের মোক্তার হোসেনের পুত্র সাঈদ হোসেন(৩০)ও আব্দুল মোত্তালেবের পুত্র ফ্রেন্ডশীপ হাসপাতালের বাবুর্চি আয়নাল হক (৪০)। আব্দুল্লাহ আল ফারুক ঈশ^রীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ও শংকর কুমার মল্লিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হিসেবে কর্মরত। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা জানান, শংকর কুমার হাসপাতালের প্রয়োজনীয় ঔষধ নেয়ার জন্য সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন। সম্ভবত সেখান থেকে তিনি করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসার কারণে শ্যামনগর হাসপাতালে ফিরতেই তার অন্য সহকর্মীরা করোনা আক্রান্ত হয়ে থাকতে পারে। একইভাবে গত তিনদিন আগে করোনা পজিটিভ হওয়া অপর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলামের সংস্পর্শে আসা তার কয়েকজন বন্ধু নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছে বলেও তাদের প্রতিবেশীরা জানিয়েছেন। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, থানা কুইক রেসúন্স টিম দ্রæত করোনা পজিটিভ রোগীদের বাড়িতে লক ডাউন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এসেছেন। 8,952,492 total views, 8,242 views today |
|
|
|