জুন ২১, ২০২০
সুশীলনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান
মো. আশিকুর রহমান, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় সুশীলনের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী, হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা পরিবারে মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অক্সফ্যাম এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের কর্ম এলাকায় রবিবার (২১ জুন) বৃষ্টি বিঘ্নিত পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত আটুলিয়া ৩০টি সিবিও হতে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ৯৩টি পরিবারে, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯৫টি পরিবারে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বুড়িগোয়লিনী ইউনিয়নের ৬টি সিবিও হতে বুড়িগোয়ালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডলের উপস্থিতিতে ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী সহায়তার ক্ষেত্রে কর্ম এলাকার প্রতিবন্ধী, দুস্থ, হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা পরিবার গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বুড়িগোয়ালী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল বলেন, উপক‚লীয় এলাকার মানুষেরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে, বুলবুলের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়েছে এরপর ঘূর্ণিঝড় আম্পানের কারণে মানুষ গৃহহীন হয়ে অনেকে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে। এই মুহ‚র্তে রি-কল প্রকল্পের এই সহায়তা অসহায় মানুষের জন্য আশার আলো দেখাবে। জরুরী খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আব্দুর রউফ, হেঞ্চী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম লুৎফুল আলম লাভলু সহ রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন, রাজু আহমেদ, শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ ও মীর হাসিব উল্লাহ উপস্থিত ছিলেন। 8,957,523 total views, 13,273 views today |
|
|
|