নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে বৈদ্যুতিক শর্টে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত জয়নালের পুত্র মো. ইউনুস মোল্যা (৩২)।
স্থানীয়রা জানায়, ইউনুস শনিবার বিকাল ৫ ঘটিকার সময় ভেটখালী বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন আশা স্টুডিও পাশের বিসমিল্লাহ অটোর সাইন বোর্ড লাগাতে দোকানের ছাদে উঠে। এ সময় তার হাতে কাচা বাস ছিল। অসাবধানতা-বসত বাসটি বিদ্যুতের মেইন তারে লেগে তাৎক্ষণিক বিদ্যুৎ শর্টে আগুন ধরে ইউনুস জ্ঞান হারায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইউনুসের বাম হাতসহ শরীরের কিছু অংশ বিদ্যুতের শর্টে পুড়ে গেছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ইউনুস শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।