শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : উদ্বেগজনক করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি না মানায় আশাশুনির শ্রীউলায় ৪ টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২০ জুন) বিকালে শ্রীউলার নাকতাড়া ও মহিষকুড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন সুলতানা। আদালত পরিচালনাকালে উপস্থিত সকলকে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদিন শ্রীউলার বানভাসী মানুষের জন্য সুপেয় পানির ক্যান বিতরণ করেন।