বাঁশদহা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের চারটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে ১নং বাঁশদহা ইউনিয়নের মোহাম্মদ আলী দাখিল মাদরাসায় এ কার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন, সদর থানার এসআই রইচউদ্দীন, মনির হোসেন, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল রানা, টেকনিক্যাল ইন্সপেক্টর বাসুদেব কুমার মন্ডল প্রমুখ।
ইউনিয়নটির কাজিপাড়া, বাঁশদহা কুলিয়াডাঙ্গা, ভবানীপুর টেংরা, তলুইগাছার মোট ৪ হাজার ২শ ৫০টি কার্ড বিতরণ করা হয়।