জুন ১৬, ২০২০
ঘূর্ণিঝড় আম্পানে গাছ চাপা পড়ে নিহতের পরিবারকে জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রাদন
নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে গাছ চাপায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ঘূর্ণিঝড় আম্পানে গাছ চাপা পড়ে নিহত পরিবারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় মহামারি করোনার মধ্যেও সুপার সাইক্লোন আম্পানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বাংলাদেশের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরায়। ওই প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে গাছ চাপায় নিহত হন শহরের বাঁকাল সরদার পাড়া এলাকার শামছুর রহমান। নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। সাতক্ষীরা জেলা পরিষদ জেলার মানুষের সেবা ও কল্যাণে সর্বদা কাজ করে যাবে। বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন সকলের কাছে। এ সময় তিনি নিহতের ছেলে মো. রফিকুল ইসলামের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও হোমিও চিকিৎসক মো. খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ। 8,954,020 total views, 9,770 views today |
|
|
|