জুন ১৪, ২০২০
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে এমপি রবি ও এমপি জগলুল হায়দারের শোক
নিজস্ব প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে এমপি রবি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ও একজন দক্ষ নেতাকে হারাল। আর দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারাল। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।’ এদিকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। অপর এক শোক বার্তায় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সাবেক স্বরাষ্ট্র, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এস এম আতাউল হক দোলন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ। 8,957,721 total views, 13,471 views today |
|
|
|