ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তুচ্ছ ঘটনার জের ধরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
মুক্রবার দুপুরে সদরের আগরদাড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চুপড়িয়া গ্রামের মৃত মোজাহার আলী মোড়লের ছেলে হাবিবুর রহমানের জমির ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র করে হামলার সূত্রপাত ঘটে। একই এলাকার সোহবান গাজীর ছেলে মোবারক আলী ফটিক, মোবারক আলীর স্ত্রী জোসনা খাতুন, তার ছেলে টিটু ও মতিয়ার রহমানের ছেলে আনিছুর রহমান শাহিন শুক্রবার দুপুর ১টার সময় আনিছুর রহমানের হুকুমে লাঠি সোটা, লোহার রড, শাবল দিয়ে হাবিবুর রহমানের ছেলে সাইফুর রহমান ও তার পুত্রবধূ রাবিয়া খাতুনের উপর হামলা চালায় এবং তাদের জীবন নাশের হুমকি দেয়।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সুবিচারের জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।