মে ১৪, ২০২০
কলারোয়ার খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : ‘গুদামে গুদামে কৃষকরে ধান, বাঁচে কৃষকরে প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজলো খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তালা কলারোয়া সাতক্ষীরা-০১ আসনরে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কৃষিবিদ মহাসিন আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুদ্দিন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ‘ধানরে প্রতি কেজি ২৬ টাকা দর নির্ধারণ করেছেন সরকার। এছাড়া কৃষক তাদের পরিষ্কার এবং পুষ্ট ধান গুদামে দিতে হবে। কৃষক যদি ধান আমাদেরকে আগে স্যাম্পল দেখায় তাহলে আমরা কৃষককে বলে দিতে পারব। যদি কেউ অভিযোগ করতে চায় তাহলে গুদামে ধান রেখে অভিযোগ করবেন। তাহলে আমরা বলতে পারব কোন ধান গুদামে নেয়া যাবে কোনটা যাবে না’। খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দিন মোড়ল বলেন, ‘আমরা কৃষকের ধান ওজন করে গুদামে রেখে দেব আর কৃষকের টাকা তাদেরকে ব্যাংকের মাধ্যমে দেয়া হবে। হাতে হাতে দেয়ার কোন ব্যবস্থা করা হয়নি সরকারি ভাবে। সরকারের নিয়মের বাইরে কোন কাজ করা হবে না’। 8,643,812 total views, 164 views today |
|
|
|