চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে জুয়ার বোর্ড থেকে পুলিশের কথিত সোর্সসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে একটি গোপন আস্তানার জোয়ার বোর্ড থেকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একটি চক্র বিভিন্ন সময় আঁঠারমাইল বাজার, চুকনগর বাজার ও তার আশপাশের নির্জন এলাকায় প্রতিনিয়ত তাস খেলার নামে জুয়ার বোর্ড বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে পাইকগাছা রোডের আঁঠারমাইল বাজারের আবুল কালাম জোয়াদ্দারের ভবন থেকে জোয়া খেলা অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চুকনগরের নরনিয়া গ্রামের মাস্টার নুর আলী গাজীর ছেলে পুলিশের কথিত সোর্স আক্তারুজ্জামান লিটন (২৮), বেতাগ্রামের আব্দুল হাই শেখের ছেলে আরশাফুল শেখ (৪৪), একই গ্রামের আব্দুল হান্নান জোয়াদ্দারের ছেলে ফারুক হোসেন জোয়াদ্দার (৩২), তপন কর্মকার (৩৯), মাগুরাঘোনা গ্রামের শরিউতুল্লাহ সরদারের ছেলে আব্দুল গফুর সরদার (৪৫) ও হোগলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ (৪২)। আটককৃতদের জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
8,605,792 total views, 13,671 views today