কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও দুটি ছোরা উদ্ধার করেছে। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বোয়ালিয়া গ্রামে মৃত মোজাম্মেল গাজীর ছেলে চামড়া ব্যবসায়ী মনিরুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মনিরুল ইসলামের কক্ষ থেকে একটি দেশীয় পাইপগান, দুটি ছোরা ও পার্শ্ববর্তী তার ছোট ভাই মফিজুল ইসলামের ঘরের পিছন থেকে পলিথিনে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করে। তিনি বলেন, অভিযান চলাকালে তারা বাড়িতে না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মনিরুল ইসলাম ও তার ভাই মফিজুল ইসলামকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা (নং- ১২) দায়ের করা হয়েছে।