রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গফ্ফার তরফদার ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে ভেটখালি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠিত সভা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. হায়াত আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. ইউপি সদস্য আব্দুর বারী, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, ঠাকুরঘেরী পূজা মন্দিরের সভাপতি হরিপদ ম-লসহ ওয়ার্ডের পর্যায়ের নেতা-কর্মীরা। সভা পরিচালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আজগার বুলু।