স্টাফ রিপোর্টার: সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের তলুইগাছায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল খালেকের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হয়েছে তলুইগাছা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুন। জাহিদা বলেন, “আব্দুল খালেক আমাকে কুপ্রস্তাব দিলে আমি সাড়া দেইনি। সেই কারণে খালেক এবং তার সন্ত্রাসী বাহিনী আমাকে জিআই পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে এবং আমার ঘরবাড়ি লুট করে নিয়ে যায়। বাড়ি ঘর লুট করে সে ক্ষ্যন্ত হয়নি, আমাকে বারবার হুমকি দিচ্ছে যে, বাড়ি ফিরলে আবার মারধর করবে।”
জাহিদা আরো জানায়, মারপিটের বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা করার কারণে খালেক আরও বেপরোয়া হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। এমনকি আমাকে জীবন নাশের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি আরও বলেন, খালেক চোরাচালানের গডফাদার হওয়ায় আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল ঘাটাচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে তিনি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।