কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে জাগ্রত কৃষ্ণনগর ফুটবল একাদশ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) কৃষ্ণনগর ফুটবল মাঠে জাগ্রত কৃষ্ণনগর এর উদ্যোগে সকাল থেকে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন নুর আহম্মেদ সুরুজ।
টুর্নামেন্টের ফাইনালে কৃষ্ণনগর যুব সংঘ ও জাগ্রত কৃষ্ণনগর মুখোমুখি হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে না পারায় টাইব্রেকারে জাগ্রত কৃষ্ণনগর ৪-৩ গোলে জয়ী হয়।
ম্যাচ সেরা নির্বাচিত হন জাগ্রত কৃষ্ণনগরের খেলোয়াড় আশিক হোসেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- জাগ্রত কৃষ্ণনগর ফুটবল একাদশ, কৃষ্ণনগর যুব সংঘ ফুটবল একাদশ, মৌচাক ফুটবল একাদশ, প্রিন্সিপাল আ. হামিদ স্মৃতি ফুটবল একাদশ।