ডেস্ক রিপোর্ট: পৃথক অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে শ্যামনগরের বালিয়াপুর ও আশাশুনির বসুখালি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজহারুল ইসলাম, আশাশুনির গোদাড়ার হাবিবুর রহমান, বসুখালির আলি হায়দার ও মো. আশরাফুল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে।