নওয়াবেকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেকীর আটুলিয়ায় হাঁটি হাঁটি পা পা করে এক বছর অতিবাহিত করলো এ. কাদের রক্তদান সংস্থা।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সংগঠনের পরিচালক মো. রিয়াজুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান ও আব্দুল গফুর। উপস্থিত ছিলেন রক্তদান সংস্থার কর্মী রুহুল আমিন, তারিকুল ইসলাম, রায়হান ই-ইলাহী, অম্বিকা কুমার, মামুন, রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইদুল ইসলাম।