নভেম্বর ২০, ২০১৯
লবণের কৃত্রিম সংকটের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে শাস্তি প্রদান
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় লবণের মজুদ বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে শাস্তি প্রদান করা হয়। পাটকেলঘাটায় লবণের কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে বাড়তি দামে লবণ বিক্রয়কালে এবং মজুদের উদ্দেশ্যে ক্রয়কালে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, তালা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম। এসময় ৯ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ১০ দিনের বনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাটকেলঘাটা বাজারের মুদি ব্যবসায়ী প্রকাশ সাধুকে ২০ হাজার টাকা, ফারুক হোসেনকে ১ হাজার টাকা, খোর্শেদুর রহমানকে ৫ হাজার টাকা, আব্দুল লতিফকে ৫ হাজার টাকা, বিকাশ সাধুকে ৫ হাজার টাকা, অমল সাধুকে ৫ হাজার টাকা, কুমিরা বাজারের আবুল হোসেনকে ১০ হাজার টাকা, মৃর্জপুর বাজারের রাজিব ঘোষকে ৫ হাজার টাকা, অরুণ সাধুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শাদাহ পিএস মাদ্রাসার শিক্ষক বাবলু হোসেনকে ১০ দিনের বনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ জেল-জরিমানার পর থেকে বাজারের স্বাভাবিকতা অবস্তা ফিরে আসে। 8,585,726 total views, 2,412 views today |
|
|
|