শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. জহুর আলীর সভাপতিত্বে অবৈধ যান চলাচল প্রসঙ্গে কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, যোগাযোগ মন্ত্রণালয় ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি ইঞ্জিন ভ্যানসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু শহরের অসহায় না খেয়ে থাকা মানুষ, যারা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আইন সবার জন্য সমান হওয়া উচিত।
সভায় সংগঠনের পক্ষ থেকে ব্যাটারি চালিত ভ্যান, রিকসা নির্বিঘেœ চলাচল করতে দেওয়ার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আঃ রউফ, সহ-সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মিলন কাগুজী, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, প্রচার সম্পাদক মো. শাহিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)