স্টাফ রিপোর্টার: গুজবে কান না দিয়ে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাতক্ষীরায় ইমাম ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপ-পরিচালক মো. হুসাইন শওকত। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগণ, সাতক্ষীরা ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগন উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, দেশকে পিছিয়ে দেওয়া জন্য মহল বিশেষ গুজব রটিয়ে অসম্প্রদয়িক বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টিতে সর্বদা সোচ্চার। তাই কোন গুজবে কান না দিয়ে, গুজবকে প্রতিহত করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।