অক্টোবর ২৩, ২০১৯
বেনাপোল স্থলবন্দরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির বেনাপোল শাখার চেয়ারম্যান আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রæত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন বেনাপোল বন্দর ব্যবহারকারী ৭টি সংগঠনের নেতা-কর্মীরা। বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিকরগাছা-নাভারন-বাগআঁচড়া-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা আ’লীগের সভাপতি মুছা মাহমুদ, শার্শা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ঝিকরগাছা-নাভারন-বাগআঁচড়া-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি সামছুর রহমান, বেনাপোল পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান ঘেনা, সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন সংগঠনের বক্তারা বলেন, নৌ-পরিবহণ মন্ত্রী ও স্থল বন্দরের উপদেষ্টা কমিটির সভাপতি খালেদ মাহমুদ চৌধুরীর ট্রাক টোল আদায়ের নিষেধাজ্ঞা অমান্য করে বেনাপোল পৌরসভার এক শ্রেণির দুর্বৃত্তরা, যারা অবৈধভাবে এখনও পৌর ক্ষমতায় টিকে থেকে দাপটের সাথে পৌর ট্রাক টোল আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে, একে একে বিভিন্ন অবৈধ কাজ করে যাচ্ছে। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি আজিম উদ্দিনের বাড়িতে বোমা হামলা ঘটিয়েছে। যে পৌর টোল তারা আদায় করছে সেটা অবৈধ, এ টোল আদায় ছাড়াও বিভিন্ন ভাবে বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে পৌর সভাকে কেন্দ্র করে তারা লুট-তরাজ করে যাচ্ছে। বেনাপোলে নির্দিষ্ট সময়ে পৌর নির্বাচন না দিয়ে, অবৈধ ভাবে ক্ষমতা দখল করে লুট-তরাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই লুটেরারা। তারা তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করে সাবধান হয়ে যেতে বলেন। তারা বলেন, বেনাপোলের বুকে কোন অবৈধ পৌরসভার কার্যক্রম বেনাপোলবাসী মেনে নেবে না। অতি-শীঘ্রই এ বোমা হামলায় কে বা কারা জড়িত তাদেরকে দ্রæত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি রেখে জোর দাবি জানান। যদি তাদেরকে দ্রæত আইনের আওতায় না আনা হয়, তাহলে তারা কঠোর আন্দোলন কর্মসূচির দেয়া হবে ঘোষণা দেন। কোন অশুভ শক্তি যেন বেনাপোলের বুকে কোন রাম-রাজত্ব কায়েম করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন। এ সময় মানববন্ধনে যে ৭ টি সংগঠনের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল শার্শা ঝিকরগাছা ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১/৯২৫, যশোর জেলা ট্রাক ও ট্যাংক-লরি ইউনিয়ন বেনাপোল ছাড়াও বেনাপোল বন্দর ব্যবহারকারী ৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত সমন্বয় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শুক্রবার রাত দুই টার সময় আজিন উদ্দিনের নিজ বাড়িতে বোমা হামলা করেন সন্ত্রাসীরা। এ তিনি বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নাম্বার-৭০১, তাং-১৮-১০-১৯। 8,570,145 total views, 8,850 views today |
|
|
|