সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ জুলাই) বিকালে জেলা মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাতক্ষীরা’র সহকারি প্রকল্প পরিচালক লিটন শিকদারের সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মিন্টু লাল হালদারে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, মাস্টার ট্রেইনার-কাম-ফ্যাসিলিটেটর মনোতোষ কুমার মন্ডল, ফিল্ড সুপারভাইজার সুজিত মন্ডল, কম্পিউটার অপারেটর দীপঙ্কর মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।