অক্টোবর ৭, ২০১৯
বিশ্ব শিশু দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে খুলনা শিশু একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে। দিবসটি উপলক্ষে আগামী ৯ অক্টোবর দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর সকাল ৯টায় খুলনা শিশু একাডেমিতে আন্তর্জাাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে দেশের গান প্রতিযোগিতা (কেবলমাত্র কন্যা শিশুদের জন্য), আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সকাল ১১টায় খালিশপুর উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে র্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর সকাল ৯টায় খুলনা শিশু একাডেমিতে মোরগ লড়াই প্রতিযোগিতা (শুধুমাত্র পথ শিশু, শ্রমজীবী শিশু এবং সুবিধা বঞ্চিত ছেলে শিশুদের জন্য)। সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা (কেবলমাত্র অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য), কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (কেবলমাত্র শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য) এবং সকাল সাড়ে ১১টায় সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। 8,569,749 total views, 8,454 views today |
|
|
|