অক্টোবর ৭, ২০১৯
জেলা প্রশাসকের উদ্যোগে ধুলিহরে সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: জেলা প্রশাসকের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রামের জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশন শুরু হয়েছে। উল্লেখ্য, বালুইগাছা, গোবিন্দপুর, দামারপোতা, জিয়ালা, বড়দলসহ পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। নদীর তলদেশ উঁচু ও সুইচ গেট দিয়ে পানি অপসারিত না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার কারণে পানি দূষিত হয়ে যায়। এতে এলাকার পাঁচ হাজার ঘের ও আমন ধান চাষাবাদের জমি পানিতে তলিয়ে যায়। পনেরো শতাধিক পরিবার অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও বেশ কিছু কাঁচা ঘর বাড়ি ভেঙে যায়। পানি দূষিত হওয়ায় পানিবাহিত রোগ সহ ডেঙ্গুর মত মহামারি রোগের আশঙ্কায় ভুগছেন পানি বন্দি গ্রামবাসী। বালুইগাছা ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করতে পারত না। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এই প্রতিবেদককে জানান, হঠাৎ টানা বৃষ্টির কারণে তার এলাকায় জলাবদ্ধতার বিষয়টি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে জানালে তিনি জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে মানুষের দুর্ভোগ দেখে তাৎক্ষণিক মোবাইলে পাম্পের মাধ্যমে জলাবদ্ধ এলাকার পানি সেচ দিয়ে বেতনা নদীতে ফেলার জন্য পল্লী বিদ্যুতের ডিজিএম ও বিএডিসি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ ও সুপেয় খাবার পানির ব্যবস্থা পানিবাহিত রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সাথে জনস্বাস্থ্য প্রকৌশলীকে জলাবদ্ধ এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ ও স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসক এমন পদক্ষেপ নিয়েছে। 8,879,750 total views, 7,698 views today |
|
|
|