অক্টোবর ১, ২০১৯
শ্যামনগরে আন্ত:স্কুল বিতর্কে জয়ী কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে আন্ত: মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নকিপুর সরকারী এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নানের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক ও এনজিএফ কর্মকর্তা আলমগীর কবির। শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। এ সময় জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কাঁঠালবাড়িয়া এ. জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। 8,882,322 total views, 1,723 views today |
|
|
|