সেপ্টেম্বর ২৭, ২০১৯
সুন্দরবনে রফিক বাহিনীর কবল হতে ৩ জেলে উদ্ধার ও ২ বনদস্যু আটক
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে বনদস্যু রফিক বাহিনীর কবল থেকে ৩ জেলে উদ্ধার করা হয়েছে। এ সময় ২ বনদস্যুকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বনদস্যু রফিক বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২ টি অস্ত্র (রামদা) সহ ২ জন ডাকাত সদস্যকে আটক করে এবং সেখান থেকে বনদস্যু রফিক বাহিনীর কবলে মুক্তিপণের জন্য জিম্মিকৃত ৩ জন জেলেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা হলেন, খুলনার দিঘলিয়ার উত্তরপাড়া গ্রামের সুলতান শেখের ছেলে হোসেন শেখ (২৮), একই এলাকার নবির শেখের ছেলে রুবেল শেখ (২১)। আটককৃত অস্ত্র, বনদস্যু ও উদ্ধারকৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। । 8,569,564 total views, 8,269 views today |
|
|
|