জুলাই ২৬, ২০১৯
বেনাপোলে দুর্ধর্ষ ডাকাতি তিন ভরি স্বর্ণালংকার ও অর্থ লুট : আহত-৩
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌর এলাকার একটি বসতবাড়িতে দুই নারী ও ভাড়াটিয়াকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ায় ডাকাতির এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রোকসোনা বেগম (৫০) ও তার মেয়ে শ্যামলী আক্তার (২৪) এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)। আহত রোকসোনা জানান, গভীর রাতে বাড়ির সিঁড়ি ঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এরপর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী ৫ জন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মায়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। ভয়ে তারা চাবি দিয়ে দেন। এরপর ঘরে থাকা ৬ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা। বেনাপোল পোর্ট থানার এএসআই জাকির হোসেন বলেন, গভীর রাতে ছোট আঁচড়া গ্রামে এক মহিলার বাড়ি চুরি হয়েছে জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলায় হয়েছে বলে তিনি জানান। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বেনাপোল পৌর এলাকায় মারাত্মকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একের পর এক ডাকাতি ও বড় ধরনের চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনায় অভিযুক্ত কাউকে আটক বা ডাকাতির মালামাল উদ্ধার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে। 8,574,060 total views, 1,830 views today |
|
|
|