জুলাই ২২, ২০১৯
বর্ষা মৌসুমের টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
ফিচার ডেস্ক: কলারোয়া উপজেলার বাঁটরা এলাকায় বর্ষা মৌসুমের টমেটো চাষে সফলতা পাওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। তাদের এ সাফল্যে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন টমেটো চাষে। উপজেলার বাঁটরা গ্রামের টমেটো চাষি আশরাফ আলী বলেন, তিনি প্রায় ৫০ শতক জমিতে বর্ষা মৌসুমের টমেটোর আবাদ করেছেন, তার জমিতে টমেটোর চারা লাগানো হয়েছে পরিচর্যা করা হচ্ছে, ফলন পেতে এখনও প্রায় ৩০ দিনের মত লাগতে পারে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বিঘা প্রতি তার দুই লাখ টাকার উপরে লাভ হবে। এছাড়া একই এলাকার আলীম হোসেন ৫০ শতক জমিতে, আমজাদ হোসেন ৫০ শতক, আহমদ আলী ৩৩ শতকসহ আরও অনেকে জমিতে বর্ষা মৌসুমি টমেটোর আবাদ করেছেন। 8,565,207 total views, 3,912 views today |
|
|
|