তালা প্রতিনিধি: তালার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জয় কুমার দে। এসময় আরো উপস্থিত ছিলেন, আহাদ শেখ, মাস্টার সিরাজুল ইসলাম, আমজাদ শেখ, লাকি আক্তার, ওয়ার্ড যুবলীগ সম্পাদক লাল্টু শেখ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম আজিজুর রহমান, রেহেনা নাজমিন, বাবুলাল মন্ডল, মো. নজরুল ইসলাম প্রমুখ।