কলিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে, ইউনিয়নের কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। তারালী মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরেয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, তারালী আলিম মাদ্রাসা ও তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক আলোচনা সভা ও দোআ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া, শোক দিবস উপলক্ষ্যে উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে তারালী ইউনিয়ন পরিষদ। পরিষদের কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট)। এদিকে শোক দিবস উপলক্ষ্যে সকালে বৃক্ষরোপণ করেন তারালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটু। এসময় ছাত্রলীগের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।