কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান। সোমবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ।