তালা প্রতিনিধি: তালার শালতা ও কপোতাক্ষ নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস। সোমবার (১৩ আগস্ট) পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা বাঁচাও কমিটি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, স্থানীয় ইউপি সদস্য আসম আব্দুর রব, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা প্রমুখ। পরিদর্শনকালে খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি-কাটবুনিয়া পশ্চিম শালতা নদীর বর্তমান অবস্থা ও কপোতাক্ষের ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন তিনি। এসময় তিনি প্রসাদপুর গ্রামের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন ও এলাকাবাসীর সাথে কথা বলেন।