ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মজিদিয়া ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার অধ্যক্ষ পীরজাদা মাওলানা আব্দুল হাই ছিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মশিউর রহমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা গোলাম রসুল আরেফী, মাওলানা আবুল কাশেম, শামসুজ্জামান, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আবু ছালেক প্রমুখ।
8,413,561 total views, 1,714 views today