রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর টি.এন বিদ্যাপীঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুিজবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিসে কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি আশরাফুল হোসেন খোকন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেবাশিষ ঘোষের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, আব্দুল গফ্ফার, মোছা. কোহিনুর পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।