যশোর প্রতিনিধি: নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও স্নেহের মেলবন্ধন তৈরিতে ভিন্নধর্মী শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। মঙ্গলবার (৫ মার্চ) সকালে মনোজ্ঞ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএস বিভাগের চেয়ারম্যান কামাল হোসেন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম, তরুণ সেন, প্রভাষক সারমিন আকতার, আরিফা আক্তার প্রমুখ।
আয়োজনের মধ্যে ছিলো সীমিত ওভারের ক্রিকেট, ফুটবল, মেয়েদের পিলো পাচিং, বল থ্রোয়িং, সুঁইসুতা খেলা।