ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ৫নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০আগস্ট) বিকাল ৪টায় সরদার পাড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল করিম খার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ীর ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সুকুমার সরদার। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ ফিংড়ী ৫নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সদস্য গোবিন্দ মিত্র, সমীর ষোঘ, শহিদ ঢালী প্রমুখ।