ফেব্রুয়ারি ৫, ২০১৯
সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ: সেবা সংঘকে বিশাল ব্যবধানে হারালো টাউন স্পোর্টিং ক্লাব
রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সফটরক প্রিমিয়ার লীগে অনুষ্ঠিত খেলায় সেবা সংঘকে ২৭৭ রানে হারিয়েছে টাউন স্পোটিং ক্লাব। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে তারা। এরপর বোলাদের গতির কাছে পরাজিত হয়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কিন্তু এসময় সেই চাপ সামলে ক্রিজে নামেন রনি। উইকেটে তিতু হয়ে চার ছক্কায় দুর্দান্ত ক্রিকেট উপহার দেন এই ব্যাটসম্যান। অন্যপ্রান্তে থাকা ব্যাটসম্যানদের সাথে জুটি গড়ে সেঞ্চুরিও পূর্ণ করেন রনি। সেঞ্চুরি করেই থেমে যাননি তিনি। দলের প্রয়োজনে আরও চওড়া করতে থাকেন তার ব্যাট। শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৩ রান সংগ্রহ করে টাউন স্পোর্টিং ক্লাব। টাউন স্পোর্টিংয়ের হয়ে সর্বোচ্চ ২০১ রান করেন রনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন তাপস। সেবা সংঘের হয়ে ৬৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পান্না। 8,816,989 total views, 1,335 views today |
|
|
|