কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু উদ্ধার করেছে।
বুধবার (৮ আগস্ট) ভোর চারটার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বসন্তপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চোরাচালান চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তিনটি ভারতীয় গরু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি গরু তিনটি উদ্ধার করে বসন্তপুর কাস্টমস অফিসে হসান্তর করেন।
এদিকে, বুধবার সকালে গরু তিনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।