ডেস্ক রির্পোট: সাতক্ষীরায় গাড়ির লাইসেন্স না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও বাসের চার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ছয়ঘোরিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ।
ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও আমিনুল ইসলাম বলেন, বেপরোয়া গাড়ি চালনো, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ এর ১৩৭, ১৩৮ ধারা অনুযায়ী চালক মো. জাহাঙ্গীর আলম, মারুফ হোসাইন, মো. সোহারব হোসেন ও মামুন পরিবহনের মালিক মো. সবুজ মিয়াকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এসময় শতাধিক গাড়ি চেক করা হয় এবং গাড়িচালক ও যাত্রীদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।