জানুয়ারি ২১, ২০১৯
চৌগাছায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২১ জানুয়ারি) চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন। ছোট নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে কামরুল বাশার ওমর ফারুক, গোলাম কিবরিয়া, অরুপ লস্কার, সঞ্জয় ঘোষাল, বিএম রফিকুল ইসলাম। বক্তৃতা করেন চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত আলী, খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ধুলিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুজিদ, গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ্জত হোসেন, দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান, মুজিবুল ইসলাম প্রমুখ। এ বছরের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 8,619,279 total views, 10,936 views today |
|
|
|